আপনি কি ল্যাপটপ কিভাবে চালাতে হয় শিখতে চাচ্ছেন ?
'অবশ্যই' আমি শিখতে চাই! তাহলে আজকে আমাদের এই ব্লগ পোস্টের মাধ্যমে শিখাবো ল্যাপটপ চালানোর নিয়ম এবং কিভাবে ল্যাপটপ ব্যবহার করবেন সকল বিস্তারিত আলোচনা করি চলুনঃ
ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস। শুধু মাত্র আইটি প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং নয়, ল্যাপটপ বর্তমানে যুগে গৃহবধূ থেকে শুরু করে স্টুডেন্ট, বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে, শপিং মল, দোকান পাট ইত্যাদি সকল জায়গাতেই ল্যাপটপ ব্যবহার হয়ে থাকে।
কিন্তু মজার বিষয় হলো আমরা অনেকেই জানিনা যে ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয় বা এই ডিভাইস চালানোর সাধারণ নিয়মগুলো জানিনা। একটি দামি বা কম দামি ল্যাপটপ কেনার পর তার রক্ষণাবেক্ষন সমান ভাবে অতি জরুরি। আমাদের অনেক সময় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ল্যাপটপ খারাপ বা নষ্ট হয়ে যায়।
আজকে ব্লগের এই পোস্টে আমরা জানাবো কিভাবে আমাদের ল্যাপটপটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব এবং সঠিক গাইডলাইন জানিয়ে দেবো।
ডেস্কটপ ও ল্যাপটপ এর পার্থক্য
ডেস্কটপের তুলনায় ল্যাপটপ বহন করা খুবই সহজ। অধিকাংশ মানুষ বা ব্যবহারকারী ডেস্কটপের চেয়ে ল্যাপটপেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ হিসেবে ব্যবহারকারীরা জানিয়েছেন, ল্যাপটপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা সহজ। তাছাড়া বিদ্যুৎ চলে গেলেও ল্যাপটপে যেকোনো ধরনের কাজ চালিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। তাই ডেস্কটপের তুলনায় ল্যাপটপ অনেক ভালো। কিন্তু এমন অনেকেই আছেন যারা ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়মকানুন জানেন না।
ফলে ভুল নিয়মে ডিভাইস ব্যবহার করে ল্যাপটপ বা ডেস্কটপ এর শরীরে নানা রোগ-বালাই বাসা বাঁধে। মেরুদণ্ডের ব্যথা, কোমরে ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথাসহ অনেক রোগ শুধু ভুল নিয়মে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার থেকেই হয়ে থেকে। আসুন জেনে নেই, ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়ম।
ল্যাপটপ চালানোর ১৫টি নিয়ম
১. ল্যাপটপ সবসময় হালকা রাখুন
২.অতিরিক্ত তাপমাত্রা থেকে ল্যাপটপটি দূরে রাখুন
৩.ল্যাপটপের স্ক্রিন সাবধানে পরিষ্কার করুন
৪.শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থেকে ল্যাপটপ দূরে রাখুন
৫. কাজ না করলে ল্যাপটপটি বন্ধ রাখুন
৬. উপযুক্ত ভেন্টিলেশন বাবস্থা
৭. ল্যাপটপ ব্যাগ ব্যাবহার করুন
৮.পাসওয়ার্ড প্রটেকশন
৯. ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার
১০. উন্নত মানের ভিপিএন ব্যবহার
১১. অরিজিনাল অপারেটিং সিস্টেম ব্যাবহার
১২. সঠিক ল্যাপটপ চার্জিং
১৩. ডিস্ক ইউটিলিটি প্রোগ্রাম
১৪. এসএসডি ব্যবহার
১৫ শাটডাউন না দিয়ে কম্পিউটার বন্ধ করবেন না
ল্যাপটপ চালানোর ৬টি ব্যবহারবিধি
১. ল্যাপটপ ব্যবহারের জন্য চাই নির্দিষ্ট জায়গা। অবশ্যই চেয়ার ও টেবিল থাকা চাই। চেয়ার যেন টেবিলের চেয়ে বেশি উঁচু বা নিচু না হয়। চেয়ারে বসে কোমর সোজা রেখে ল্যাপটপ চালানো যায় এমন উচ্চতার টেবিল ব্যবহার করুন।
২. ঘাড় ব্যথা ও চোখের সমস্যা থেকে বাঁচতে সোজাসুজি ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করুন। ল্যাটপের স্ক্রিন বরাবর চোখ রাখুন। চোখ ও ঘাড় যেন উঁচু বা নিচু হয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।
৩. চেয়ারে একটি বালিশ বা কুশন দিয়ে রাখুন। যাতে কোমর সোজা থাকে। তাহলে আর কোমর ব্যথা হবে না।
৪. দীর্ঘ সময় বসে থাকবেন না। কিছুক্ষণ পর পর বিরতি দিন। একটু হেঁটে আসুন। চাইলে উঁচু টেবিলে ল্যাপটপ রেখে দাঁড়িয়েও কাজ করতে পারেন।
৫. ল্যাপটপ কোলে রেখে কাজ করবেন না। কিংবা সোফায় বা বিছানায় শুয়ে অথবা বসে ল্যাপটপ চালাবেন না। এতে ঘাড় ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে।
৬. দীর্ঘ সময় ল্যাপটপের কী বোর্ড ব্যবহার করবেন না। আলাদা কী বোর্ড ও মাউস ব্যবহার করুন। যাতে শুধু কীবোর্ড নষ্টের কারণে আপনার প্রিয় ল্যাপটপ টি খুলতে না হয়।
কল্পনা করেন তো আপনারা, কম্পিউটার-ল্যাপটপবিহীন একটা দুনিয়া? কল্পনা করতে কষ্ট হচ্ছে? হওয়ারই কথা! এরকম কল্পনা করতে না চাইলে আজই যত্ন নেয়া শুরু করে দাও তোমার ল্যাপটপটিকে।
শেষ বক্তব্য
আশা করি ল্যাপটপ সংরক্ষণ বা ল্যাপটপ চালানোর সঠিক নিয়ম এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের ব্লগ পোস্টটি সকলের কাছে শেয়ার করবেন। আপনাদের যদি আরো কিছু ল্যাপটপ সংরক্ষণের ব্যাপারে জানার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
Related keywords
ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়ম, না জানার কারণে পছন্দের ল্যাপটপ অনেক রকমের সমস্যা হতে পারে। চালানোর নিয়ম,চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার, ল্যাপটপ অন অফ করার ক্ষেত্রে ,নতুন ল্যাপটপ চালু করার নিয়ম। ল্যাপটপ চালানোর নিয়ম। অফিসের কাজে ব্যবহার ল্যাপটপ,
Post a Comment