ক্যানভা দিয়ে ফটোশপ করার নিয়ম ২০২৫ । কীভাবে ক্যানভা ব্যবহার করবেন | Canva Pro 2025
আমাদের যাদের ব্লগ পোষ্ট, ইউটিউব চ্যানেল বা ভিডিও থাম্বনেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন সময় টেমপ্লেট ডিজাইন করতে হয় ফটোশপের মাধ্যমে। কিন্তু কাজ না জানার কারণে ডিজাইনগুলো মনের মত করে করতে পারিনা। আজকের পোস্টের মাধ্যমে আপনাদের শিখাব ফটোশপের কাজ না জেনেও কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়। আসুন তাহলে শুরু করা যাক……
আমাদের আজকে ব্লগ । ডটকম এর মাধ্যমে যারা ফ্রীল্যান্স আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন তারা এই নিয়ম অনুসরণ করে পোষ্টের জন্য থামনেল ইমেজ তৈরি করুন।
ক্যানভা ডিজাইন কি?
ক্যানভা হল একটি অনলাইন ওয়েব ভিত্তিক গ্রাফিক্স সফটওয়্যার। যেখানে চিত্রলৈখিক নকশা প্রণয়ন (গ্রাফিক-ডিজাইন) সরঞ্জামভিত্তিক ওয়েবসাইট, এটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সাধারণত ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ পদ্ধতি ব্যবহার করে এবং চিত্রকর্ম, ভেক্টর চিত্র, গ্রাফিক্স এবং ফন্টসমূহে প্রবেশ সরবরাহ করে। এটি অপেশাদারদের পাশাপাশি পেশাদাররাও ব্যবহার করেন। যার ফলে মানুষ সহজেই কোন ডিজাইন তৈরি করতে পারে।
Canva দিয়ে কি কি কাজ করা যায় ?
ক্যানভা প্রি-বিল্ট টেম্পলেট ব্যবহার করে লোগো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য টেমপ্লেট,পোস্টার, উপস্থাপনা স্লাইড, ফ্লায়ার্স, বিজনেস কার্ড, ইনফোগ্রাফিক্স, জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বা এমনকি ভিডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভার তৈরি এবং ডিজাইন করা যায়। এছাড়াও যে কোন ধরনের কাস্টমাইজ কালার করার সুবিধা হয়েছে।
এর মাধ্যমে আমার-আপনার স্বল্প সময়ে বিভিন্ন ডিজাইন করা সম্ভব হচ্ছে এই ওয়েবসাইটে। বেসিক কাজ জেনেই এখানে কাজ শুরু করা যায় অন্যান্য ফটোশপের তুলনায়। এখানে যে খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে তাও নয়, বেসিক নলেজ দিয়ে আমরা এখান থেকে শুরু করে খুব সহজ একটি ডিজাইন তৈরি করতে পারবো।
ক্যানভা কি কি ডিভাইসে ব্যবহার করা যায় ?
Canva এই ওয়েবসাইটটি সকলের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটটি তৈরি করেছেন। যাতে সকল ব্যবহারকারী অতি সহজেই তা ব্যবহার করতে পারে বা স্বাচ্ছন্দ বোধ করে। এই ক্যানভা ওয়েবসাইটটি কম্পিউটারের পাশাপাশি মোবাইল দিয়েও ব্যবহার করা যায় অতি সহজে। মোবাইল দিয়ে ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপস টি ডাউনলোড করে নিন।
কিন্তু এখানে কম্পিউটারে তুলনায় ফোনে অতটা স্বল্প সময়ে ডিজাইন করা যায় না এটাই একটু সমস্যা কারণ ফোনের ডিসপ্লে টা একটু ছোট পিসির তুলনায়। তবে কাজ জানা থাকলে কম্পিউটারের মতোই মোবাইলেও কাজ করা যায়।কম্পিউটার ব্যবহার করার জন্য এখানে ক্লিক করুন আর মোবাইল ডিভাইস দিয়ে ব্যবহার করার জন্য এই লিংকে ক্লিক করুন।
Canva ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য তাদের দুটি ভার্সন রয়েছে একটি ফ্রি ভার্সন অন্যটি প্রিমিয়াম ভার্সন। ফ্রী ও প্রিমিয়াম এর মধ্যে পার্থক্য হল - আপনি প্রিমিয়াম ভার্সনগুলোতে যে কাজগুলো করতে পারবেন ফ্রী ভার্সনগুলোতে ঐ কাজগুলো করতে পারবেন না তারা ওটার পারমিশন দেয়নি। কিন্তু প্রিমিয়াম টা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
Canva ব্যবহার করে আপনার ব্লগ পোষ্টের জন্য ইমেজ তৈরি করুন
আজকের এই পোস্টে শিখাব কিভাবে কম্পিউটার দিয়ে ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি ডিজাইন খুব সহজে করে নিতে পারবেন। আপনারা যদি কম্পিউটার দিয়ে কাজটা করতে পারেন সে কাজ মোবাইল দিয়েও খুব সহজে করতে পারবেন কাজটা একই। কিন্তু ফিউচার গুলো একটু খুঁজে নিতে হবে কষ্ট করে এটা একটু পার্থক্য। আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রি ভার্সন দিয়ে কাজ করতে হয়।
ক্যানভা দিয়ে কাজ করার প্রক্রিয়া এখান থেকে শুরু করা হয়েছে মনোযোগ দিয়ে পড়ুন।
ক্যানভা দিয়ে কাজ করার জন্য প্রথমে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন দিয়ে একটি ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজার ওপেন করুন।
আপনার ব্রাউজারের ইউআরএল / URL বার গিয়ে www.canva.com লিখে সার্চ করুন অথবা এখানে ক্লিক করুন।
ক্যানভা ওয়েবসাইটটি সার্চ করার পর ওপেন হলে এখানে সাইন আপ করে লগইন করে আপনার কাজ শুরু করতে হবে।
ক্যানভা লগ ইন কমপ্লিট হলে ক্রিয়েট ডিজাইন / Create a Design ক্লিক করতে হবে।
4. ক্রিয়েট ডিজাইন বাটনে ক্লিক করার পর কাস্টম সাইজ করে নিতে হবে। আপনার থাম্মেল এর জন্য যে সাইজটা প্রয়োজন ওই সাইজ অনুযায়ী তৈরি করে নিবেন কাস্টম সাইজ।
5. আমারে ব্লক সাইডে পোস্ট করার জন্য কাস্টম সাইজ হল - (৭৬০*৪২০) আমাদের এখানে যারা ফ্রীল্যান্স আর্টিকেল রাইটিং হিসেবে জব করবেন তারা এই সাইজ অনুযায়ী কাস্টমাইজ করতে হবে।
6. আপনার কাস্টম সাইজ দেওয়া হয়ে গেলে নতুন একটি ট্যাব ওপেন হবে সেখানে আপনার ডিজাইনের কাজ শুরু করতে হবে।
7. এক নাম্বার বক্সের ভিতরে আপনার সম্পূর্ণ ডিজাইন করতে হবে।
আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন নির্দিষ্ট কালার কোড নিল - #2B70D8 টি কপি করে নিন ফ্রিল্যান্সিং আর্টিকেল রাইটার দের জন্য প্রযোজ্য।
আপনার যদি কোন ছবি আপলোড করা প্রয়োজন হয় তাহলে ৩ নাম্বার বাটনে ক্লিক করুন, আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোন ছবি আপলোড করতে পারেন।
কোন ডিজাইন এ লেখার জন্য টেক্সট বাটনে ক্লিক করুন এখানে বাংলা ফন্টে লেখা যায় আমাদের নির্দিষ্ট কালার সাদা ডিজাইন অনুযায়ী তৈরি করতে হবে।
আপনার ডিজাইনটি Rename করে নিতে হবে পোস্টের টাইটেল অনুযায়ী। রিনেম করার সময় ইমেজ টাইটেল ইংরেজিতে দিবেন। যেমন - canva Photoshop design বা Full Canva Design বা Blogger Post Image Design
আপনার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং ডাউনলোড হয়ে গেলে আপনার গ্যালারি অথবা ফাইল ম্যানেজার গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Remove photo background
রিমুভ ছবির ব্যাকগ্রাউন্ড
অনলাইন থেকে কোন ছবি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করুন। ব্যাকগ্রাউন্ড রিমুভার টি প্রিমিয়াম ভার্সনগুলোতে হয় আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন টা নিতে পারেন আপনার ৫০/১০০ টাকা পর্যন্ত খরচ হয় লাইফ টাইম এর জন্য ইউজ করতে পারবেন। এটা নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়। অন্যান্য ফটোশপে তুলনায় ক্যানভা দিয়ে ডিজাইন করলে আপনাদের সময় অনেক বেঁচে যাবে। যেকোনোভাবে ডিজাইন বা কাস্টমাইজ করার জন্য প্রিমিয়াম ভার্সনটা খুবই প্রয়োজন।
আপনারা চাইলে আমাদের কাছ থেকেও প্রিমিয়াম ভার্সন নিতে পারেন যদি আমার কাছে থাকে তাহলে আপনাদের দেওয়ার চেষ্টা করব তার জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফেসবুক পেইজে।
এরপরও যদি আপনাদের কোন বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানান অথবা আমাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করুন আমরা আপনাকে টিম ভিউয়ার এর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হয়। আজ এখানেই শেষ করছি কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ